বৃষ্টি বাগড়ার পর আবার শুরু হয়েছে চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা। ম্যাচে হার এড়াতে ৫ম দিনের শেষ সেশনে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ১৬৭ রান। দিনের খেলা বাকি আছে আর মাত্র ৬ ওভার। এখন ব্যাট করছেন সৌম্য সরকার ও নাঈম হাসান।
এর আগে, রশিদ খানের পঞ্চম শিকারে আউট হন তাইজুল। ১২ রান করে ফেরেন মিরাজ। আর, তৃতীয় সেশনের প্রথম বলেই জহির খানের বলে আউট হন সাকিব আল হাসান। ৪৪ রান আসে টাইগার ক্যাপ্টেনের ব্যাট থেকে। দিনের প্রথম সেশন ভেসে যায় বৃষ্টিতে। দুপুর একটায় দ্বিতীয় সেশন থেকে শুরু হয় খেলা। ২য় সেশনে মাত্র ১৩ বল খেলার পর ফের হানা দেয় বৃষ্টি।
প্রথম ইনিংসে ৩৪২ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাবে ২০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে রাশিদ খানরা ২৬০ রান করলে স্বাগতিকদের টার্গেট তাড়ায় ৩৯৮ রান। বড় লক্ষ্য তাড়া করে খেলতে নেমে দ্রুত একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাকিব ছাড়া বলার মত রান পেয়েছেন সাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে ৪১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।