বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড iQOO ভারতে আজ তাদের নতুন 5G Phone iQOO Z9x স্মার্টফোন লঞ্চ করেছে। ‘জেড’ সিরিজের অধীনে লঞ্চ হওয়া সস্তা স্মার্টফোন যা 12,999 টাকা দামে সেল করা হতে পারে। এই ফোনটি 6,000mAh Battery, 50MP Camera এবং 16GB RAM(8+8) সহ বাজারে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন iQOO ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
এই iQOO Z9x 5G স্মার্টফোনটি ভারতে তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট সহ লঞ্চ করা করা হয়েছে। এই ফোনের 4GB RAM ভেরিয়েন্টর দাম যথাক্রমে 12999 টাকা, 6GB RAM ভেরিয়েন্টর দাম 14499 টাকা এবং 8GB RAM মডেলের দাম 15999 টাকা রাখা হয়েছে। ICICI এবং SBI কার্ডের অপর 1000 টাকা ডিস্কাউন্ড সহ এই ফোনের 6GB এবং 8GB RAM ভেরিয়েন্টে 500 টাকার অ্যামাজন কুপন ডিস্কাউন্ড দেওয়া হচ্ছে। আগামী 21 মে এই ফোন Tornado Green এবং Storm Grey কালার অপশনে সেল করা হবে।
iQOO Z9x এর দাম
4GB RAM + 128GB Storage = ₹12,999
6GB RAM + 128GB Storage = ₹14,499
8GB RAM + 128GB Storage = ₹15,999
iQOO Z9x এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO Z9x 5G ফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির ফুলএচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেলে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 120হার্টজ রিফ্রেশ রেট এবং 1000নিটস পীক ব্রাইটনেস যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোন 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর সহ 2.2গীগাহার্টজ হাই ক্লক স্পীডে কাজ করে। এই ফোনে অ্যাড্রিনো 710 জিপিউ রয়েছে।
মেমরি: ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ভার্চুয়াল RAM ফিচার সহ ফিজিক্যাল RAM মিলিয়ে 16GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 1টিবি মেমরি কার্ড সাপোর্ট যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেল বোকে লেন্স সহযোগে কাজ করে। সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপচারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9x 5G স্মার্টফোনে শক্তিশালী 6,000এমএএচ ব্যাটারি সহ এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
অন্যান্য: iQOO Z9x 5G স্মার্টফোনে আইপী64 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2+3 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারস সহ 3.5এমএম জ্যাক ও ডুয়াল স্টেরিয় স্পিকার যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।