লণ্ডভণ্ড লালমনিরহাটের ঘরবাড়ি

কালবৈশাখী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে লালমনিরহাটের ঘরবাড়ি। তিন উপজেলায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এ ঝড়ে গাছপালা উপড়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে কয়েকশ হেক্টর ইরি ধান। বৃহস্পতিবার রাতে জেলার কালীগঞ্জ, পাটগ্রাম ও হাতীবান্ধায় এ ঝড় হয়।

এছাড়াও ঝড়ের সঙ্গে থেমে থেমে চলা শিলাবৃষ্টিতে উঠতি ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে। প্রচণ্ড বেগে আঘাতহানা ঝড়ে ঘরবাড়ি উড়ে গেছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও তার। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তিস্তার চরাঞ্চলগুলোতে। সেখানে ভুট্টা চাষিরা হতাশ হয়ে পড়েছেন। ঝড়ের কারণে লালমিনহাট-বুড়িমারী মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচলও বন্ধ হয়ে পড়ে।লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে ইউএনওকে পাঠানো হয়েছে। তালিকা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।