জুমবাংলা ডেস্ক : যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
বুধবার বাংলাদেশ সময় দুপুর ২ টা ৫৫ মিনিটে সেখানে পৌঁছানোর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সাত বছর পর অসুস্থ মায়ের সাথে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের দেখা হওয়ার পর সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
খালেদা জিয়া ও তারেক রহমানের দেখা হওয়ার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই আবেগঘন পোস্ট করতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে বারোটায় ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।
রাত দশটায় বিশেষ বিমানটি ছাড়ার কথা আগে থেকে জানানো হলেও, নেতাকর্মীদের ভিড়ের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় খালেদা জিয়ার।-বিবিসি বাংলা
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel