জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের অভিনয় দক্ষতা আর নৃত্য শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এদিকে প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে।
এরমধ্যে অভিনেত্রী নোরা ফাতেহিও লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী নোরা অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন। এবং বলেছেন তিনি এবং তার দলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি দ্রুত আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাবো।’
নোরার কথায়, ‘আজ আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারবো কিনা। আমি আশা করি এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি মানুষ নিরাপদে হয়েছে, আমি এর আগে এরকম দাবানল দেখিনি।’
প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেওয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.