আমরা ওয়াইফাই সব সময় ব্যবহার করি। লাইফাই সে রকমই একটা প্রযুক্তি। এর সুবিধা যেমন আছে, তেমনি আবার কিছু অসুবিধাও আছে। ওয়াইফাই হচ্ছে রেডিও ওয়েভ সিগন্যাল ব্যবহার করে লোকাল নেটওয়ার্কে সংযোগ সাধন বা ইন্টারনেট সংযোগ সাধনের একটি ব্যবস্থা।
একটি মডেমের মাধ্যমে এই যোগাযোগ করা হয়। ওয়াইফাই শব্দটি হলো ওয়্যারলেস ফিডালিটির সংক্ষিপ্ত রূপ। এটা তারের সংযোগবিহীন রেডিও সংকেতের মাধ্যমে শব্দ গ্রহণ, ধারণ ও প্রেরণের উচ্চমানের দক্ষতাসম্পন্ন প্রযুক্তি। এখন ওয়াইফাইয়ের কাজ লাইফাইয়ের মাধ্যমে করার একটি নতুন প্রযুক্তি চালু হয়েছে।
এটা রেডিও সিগন্যাল ব্যবহার না করে লাইট বা আলোর মাধ্যমে সংকেত আদান–প্রদান করে। লাইফাই মানে লাইট ফিডালিটি। এলইডি লাইটের মাধ্যমে এই প্রযুক্তি সংকেত আদান-প্রদান করে। ওয়াইফাইয়ের চেয়ে এটা বেশি গতিসম্পন্ন। তবে আলো যেহেতু দেয়াল ভেদ করে যেতে পারে না, তাই এটা শুধু ঘরের ভেতরেই কাজ করতে পারে।
অন্ধকারে এটা কাজ করতে পারে না। ওয়াইফাইয়ের চেয়ে এর গতি অনেক গুণ বেশি। কম খরচে, সহজে ব্যবহার করা যায়। লাইফাই এখনো পরীক্ষা–নিরীক্ষার পর্যায়ে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।