জুমবাংলা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিষধর কাল কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে লাইব্রেরির বারান্দা থেকে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সাপটি উদ্ধার করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় লাইব্রেরির বারান্দায় একটি সাপ ঘুরতে দেখেন শিক্ষার্থীরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও সাপটি সেখান থেকে না যাওয়ায় ডিপ ইকোলজির সভাপতি মাহফুজুর রহমানকে কল দেওয়া হয়। পরে সংগঠনের উদ্ধারকর্মীরা এসে সাপটি উদ্ধার করে।
এ বিষয়ে মাহফুজ বলেন, লাইব্রেরিতে গিয়ে উদ্ধারকর্মীরা দেখতে পায়, সাপটি প্রাণঘাতী বিষধর ছোট কাল-কেউটে (Lesser Black Krait)। পরে সাপটি লাইব্রেরির এক কর্নারে আটকে রেখে যন্ত্রপাতি এনে সরিয়ে নেয়া হয়।
তিনি আরো বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাপে কাটার ব্যাপারে সচেতন হওয়া আবশ্যক। হলে বা কোনো ভবনে সাপ দেখা গেলে এগুলোকে না মেরে বাইরে চলে যাওয়ার সুযোগ দেওয়া উচিৎ। এরপর সাপ না গেলে উদ্ধারকারীদের সহায়তা নেয়া দরকার।
সাপ সম্পর্কে সচেতন হতে বেশকিছু পরামর্শ দেন মাহফুজ। তিনি বলেন, এই সময়ে জঙ্গলে বা ঘাসের ভেতর না যাওয়া, না বসার চেষ্টা করা এবং রাতে কোনো কারণে গেলে অবশ্যই আলো ব্যবহার করতে হবে। এছাড়া ঘাসের ওপর বসার আগে জায়গাটা ভালো করে দেখে নিতে হবে। আর কখনও সাপে কাটলে অবশ্যই দ্রুত হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
যে এলাকায় সন্ধান মিললো চার পা বিশিষ্ট মুরগির, চাঞ্চল্যের সৃষ্টি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।