স্পোর্টস ডেস্ক : ব্রায়ান লারাকে দেখে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন মুশফিক। শুরুতে হতে চেয়েছিলেন পেস বোলার। মাশরাফীর উৎসাহে ‘পাগলামি’ করে ভাঙা হাত নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। এশিয়া কাপে টিম শ্রীলঙ্কার পাশাপাশি সাবেক কোচ হাথুরুকেও প্রতিপক্ষ ভেবেছিলেন টাইগাররা। ইনস্টাগ্রাম লাইভে এমন আরো অনেক গল্প ভাগাভাগি করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

ক্রিকেট থেকে দূরে থাকা খুব কঠিন। মুশির মতো ক্রিকেটারের জন্যতো আরো কষ্টকর। ব্যাট-বল ছাড়া থাকা কল্পনাও করা যায়না। এটা নিয়েই তামিমের রসিকতা। তামিমের কাছে সময়টা নাকি উপভোগ্যই।
এভাবে ঘরে বসে থাকা লাগবে স্বপ্নেও ভাবেননি তামিম মুশি। দুজন বললেন বাস্তবতার কথা। তাদের দার্শনিক মনও চলে আসলো দর্শকের সামনে।
দুজন ভাগাভাগি করলেন তাদের রুটিন। তামিম বললেন মুশিকে ফলো করতে। মুশফিকের কাছে তামিম ও সাকিব স্পেশাল ট্যালেন্ট।
দুজন তুলে ধরলেন তাদের ক্রিকেটার হওয়ারি গল্প। না জানা অনেক কিছুই উঠে আসেলো তাদের ভিডিও চ্যাটে।
ক্রিকেট মাঠের বহু গল্প থাকে। যা দর্শকের সামনে আসেনা। এমন অনেককিছুই ভাগাভাগি করেছেন টাইগার ক্রিকেটের দুই তারকা।
করেনো মোকাবেলায় নিজেদের প্রচেষ্টার কথাও জানান তামিম-মুশি। অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



