
ধর্ম ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সারাদেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ২৬ রমজান দিবাগত রাতটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মহিমান্বিত রাত। কোরআন ও হাদিসে কদরের রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এ রাতে আকাশের ফেরেশতারা নেমে আসেন ভূপৃষ্ঠে।
মহিমান্বিত এ রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় কোরআন তেলাওয়াত, নফল ইবাদত ও জিকির-আসগারের মাধ্যমে সময় কাটাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোববার রাতে নিজেদের গুনাহ মাফ, বরকত কামনাসহ দেশ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধ লাভে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনায় চোখের পানি ফেলছেন মোমিন বান্দারা।
তারাবির পরেই মুসল্লিরা কদরের নফল ইবাদত শুরু করেছেন। আজ রাতভর ইবাদত করবেন মুসল্লিরা। এ রাতে গভীর আবেগে আপ্লুত হচ্ছে প্রত্যেকটি মুমিনের হৃদয়। মহান রজনীতে মহান আল্লাহর করুণা লাভের আশায় ব্যাকুল হয়ে উঠছে সব মুমিন মুসলমানের হৃদয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



