আন্তর্জাতিক ডেস্ক : দশ মিনিট আগেই ড্রাইভিং পরীক্ষায় পাস করেন। এরপর গাড়ি নিয়ে সড়কে নেমে পড়েন চীনের এক নাগরিক। আর তার পর সোজা গিয়ে পড়েন নদীতে। ব্রিজ থেকে গাড়িসহ নদীতে পড়ে যান তিনি। চীনের জুনই প্রদেশে এই ঘটনা ঘটে।
চালকের নামের শেষ অংশ জানা গেছে জ্যাং। রাস্তার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে কিভাবে তিনি গাড়িটি নিয়ে নদীতে পড়ে যান। রেলিংহীন একটি ব্রিজের উপর থেকে সোজা নদীতে পড়ে যায় তার গাড়ি। পুলিশ জানতে পেরেছে তিনি ফোনে কথা বলতে ব্যস্ত ছিলেন। শুধু তাই নয়, ড্রাইভিংয়ের পরীক্ষায় পাস করে শুভেচ্ছা মেসেজ পেয়ে প্রেরককে ধন্যবাদ জানাতে পাল্টা মেসেজ টাইপ করছিলেন তিনি।
চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিটি পুলিশ দুর্ঘটনার ছবি শেয়ার করেছে। সেখানেই উল্লেখ করা হয়েছে গাড়ির মালিক ১০ মিনিট আগে লাইসেন্স পেয়েছেন পরীক্ষায় পাস করে। প্রাণে বেঁচেছেন জ্যাং। এক সংবাদসংস্থাকে তিনি বলেন, ড্রাইভিংয়ের সময় মেসেজ আসায় ফোনটা হাতে নিয়ে মেসেজটা পড়ার চেষ্টা করছিলাম। হঠাৎ দেখি ব্রিজের সামনে দুজন এসে পড়ে। আমি নার্ভাস হয়ে গিয়ে গাড়িটা একেবারে বাঁ দিকে ঘুরিয়ে দিতেই পানিতে পড়ে যাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।