জুমবাংলা ডেস্ক : চূড়ান্ত লাইসেন্স পেল নগদ ফাইন্যান্স পিএলসি নামের ব্যাংক বহির্ভুত নতুন আর্থিক প্রতিষ্ঠান। গতবছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটিকে প্রাথমিক সম্মতিপত্র (এলওআই) দেওয়া হয়। রোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়। এখন এই প্রতিষ্ঠানের আওতায় এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড পরিচালিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডে নগদ ফাইন্যান্সের শেয়ার থাকবে ৫১ শতাংশ। বাকি শেয়ার বেসরকারি খাতের বিভিন্ন ব্যক্তির। ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহের শর্ত দিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের গত ৩০ আগস্টের সভায় প্রতিষ্ঠানটির নামে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক সমকালকে বলেন, নগদ ফাইন্যান্সের ৫১ শতাংশ মালিকানায় পরিচালিত হবে নগদ এমএফএস। এতে করে আগামীতে আর লাইসেন্স নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তখন নতুন-নতুন অনেক ধরনের পণ্য তারা চালু করবেন। সুদমুক্ত ঋণ চালুরও চিন্তা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সভাক্ষে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রোববারের বৈঠকে ব্যাংকের মতো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। এখন থেকে সহকারী পরিচালক থেকে, পরিচালক (সাবেক মহাব্যবস্থাপক) পর্যন্ত পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব পাশ থাকতে হবে। এছাড়াও সমসাময়িক অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।