জুমবাংলা ডেস্ক: চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে লাইনচ্যুত হয়েছে।
উদ্যানের ভেতরে গাছ ভেঙে ট্রেনের ওপর পড়লে ট্রেনের লোকোমোটিভ ও দুটি বগি লাইনচ্যুত হয়।
আজ ভোর ৫টার দিকে দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, টিলা ধসে গাছ ভেঙে পড়ে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ওপর। তখন ট্রেনটি লাইনচ্যুত হয়।
শমশেরনগরের সহকারী স্টেশন মাস্টার উত্তম দেব খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এর ফলে সকালের ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস ট্রেনের এই স্টেশনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।