লাখ লাখ টাকা কামাচ্ছেন লেবু বিক্রি করেই! আশ্চর্য উপায় এক আবিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার সংগ্রামগড়ের বাসিন্দা অভিষেক জৈন ২০০৭ সাল থেকেই তার পৈতৃক জমিতে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের চাষ করছেন। তিনি তার মোট ৩০ বিঘা জমির কিছু অংশে পেয়ারা এবং বাকি অংশে লেবুর চাষ করেন। তার মতে এই লেবু চাষই বদলে দিয়েছে তার জীবন। মাত্র ১.৭৫ একর জমিতে লেবুচাষ থেকে তার গড় আয় প্রায় ৬ লাখ টাকা।
সবচেয়ে মজার ব্যাপার এই চাষের জন্য তার খরচ মোটে ১ থেকে ১.৫ লাখ টাকা। তিনি আজমীর থেকে তার বি.কম সম্পূর্ন করেন এবং তারপরেই নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। কিন্তু তার বাবার আকস্মিক মৃত্যুর কারণে তিনি ব্যবসা থেকে কৃষিতে মনোনিবেশ করতে বাধ্য হন এবং এরপরই পেয়ারা ও লেবু গাছ লাগান।
অভিষেক ২০১৪ সালে জৈব চাষ শুরু করেন এবং তিনি তার জমিতে কোনো ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করতেন না। এই কারণে যে শুধুমাত্র তার খরচ কম হয় তাই নয়, তিনি বছরে ২ থেকে ৩ লক্ষ টাকা সঞ্চয়ও করে নেন। শুধু তাই নয় জৈব পদ্ধতিতে চাষের কারণে তার খামারের মাটি রয়েছে খুবই উৎপাদনশীল। এরই সাথে জৈব পদ্ধতিতে চাষের ফলে ফসলের ক্ষতি কম হয় এবং মাটির গুণাগুণও থাকে অক্ষুণ্ণ।
তিনি বর্তমানে লেবু চাষের পাশাপাশি তৈরি করেন লেবুর আচার। ২০১৬ সালে এই কাজ শুরু করার পর প্রতি বছর তিনি প্রায় ৭০০ কেজি আচার বিক্রি করেন। শুধু তাই নয় এই আকারের গুণমান খুব ভালো এবং দামও কম। তার ৯০০ গ্রাম বোতলের দাম মাত্র ২০০ টাকা। তার মতে, সারা বছরই পাওয়া যায় লেবু। তাই শুধু লেবু ও পেয়ারা চাষ করেই বছরে ৪ লাখ টাকা আয় হয় তার। বিস্তারিতভাবে তিনি রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে বলেন যে, বর্ষার প্রথম বৃষ্টির পর লেবুর চারা লাগাতে হয়।এই বীজ বপনের তিন বছর পর পেয়ারা ও লেবু উভয় গাছই ভালো ফল দেয়।
সারা বছরই থাকে লেবুর চাহিদা। সেই কারণে কখনোই তাদের উপার্জন বন্ধ হয় না। কিছু সময় লাভ একটু কম বেশি হতে থাকে। তিনি বর্তমানে কৃষকদের বিভিন্ন তথ্য দিয়ে কৃষিকাজ বাড়ানো এবং আরো অন্যান্য চাষে উৎসাহিত করার বিষয়ে গভীরভাবে চিন্তা করেন এবং এর জন্য তারা ‘টিম সেমকিট’ নামে একটি দল গঠন করেছে ফেলেছেন তিনি। সেখানে উপস্থিত রয়েছেন কৃষক, কৃষি বিশেষজ্ঞ, পিএইচডি শিক্ষার্থীরাও। তারা ফোনের সাহায্যে একে অপরের সাথে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য ভাগ করে নেন। এই পদ্ধতির সাহায্যে তিনি এখনো পর্যন্ত ১৮টি দলকে শিক্ষা দিয়েছেন। এছাড়াও তিনি বলেন যে শহরের মানুষ চাইলে তাদের ছাদে সহজেই তারা চাষাবাদ করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।