Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারত-চীন সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে চীনের ৪০ জন সেনা নিহত হয়েছে বলে নয়া দিল্লি যে দাবি করছে তার কোনো ভিত্তি নেই। সিনহুয়া
মঙ্গলবার দেয়া ওই বিবৃতিতে এই প্রথম লাদাখ সংঘর্ষ নিয়ে কথা বলল চীন।
ভারতের তরফ থেকে তাদের ২০ সেনা নিহত হওয়ার খবর স্বীকার করা হলেও চীনা সেনা নিহতের ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেনি চীন। তবে ভারতের সাবেক সেনা প্রধান ভিকে সিং দাবি করেন গালওয়ান উপত্যকায় দু’দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন সেনা নিহত হয়েছে। অবশ্য ভিকে সিং তার বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।