জুমবাংলা ডেস্ক : বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) গভীর রাতে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। এই ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারি গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনীরা হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে এবং তিনটি খামার বাড়ি থেকে সাতজন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত ব্যক্তিরা তামাক ক্ষেতে কাজ করত বলে জানা যায়।
অপহৃতরা হলেন- মো. আমিন (৩৫) খামারের মালিক, মো. আলেক্স জোহার (৩৫) শ্রমিক, মো. শফি আলম (৩২) শ্রমিক, মো. সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মো. জাবেদ (২৬) শ্রমিক, আসাদ (১৮) শ্রমিক, মো. আবু হানিফ (২১) শ্রমিক।
সূত্র জানায় বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায়।
অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহদাৎ হোসেন জানান, লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে বুধবার গভীর রাতে সন্ত্রাসীরা সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
‘আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অবশ্যই বিচার হবে’ : আসিফ নজরুল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।