সামাজিক যোগাযোগমাধ্যমে একঝলকে মুগ্ধতা ছড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রোববার (১১ জানুয়ারি) বিকেলে তিনি ফেসবুক পেজে মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ভিডিওতে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা।
এই ভিডিওটি পূজা চেরির নতুন ফটোশুটের অংশ, যার ব্যাকগ্রাউন্ডে চলছিল বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’র বিখ্যাত গান ‘পরদেশিয়া’। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
আরও পড়ুনঃ
নতুন বছরেই সিনেমার কাজেও পুরোদমে ঝুঁকেছেন পূজা চেরি। তিনি দুইটি নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে একটি হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘দরদিয়া’ সিনেমায় পূজা চেরি আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


