জুমবাংলা ডেস্ক : জ্বালানি তেলের দাম বাড়ায় চট্টগ্রামে সিএনজিচালিত যানবাহনও অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ অবস্থায় লাল ও সবুজ স্টিকার লাগিয়ে যানবাহন আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন পথে চলাচলকারী যানবাহনের জন্য সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় পুলিশ কমিশনার ছাড়াও বিআরটিএ, বাসমালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্ধারিত ভাড়ার তালিকা যানবাহন, বাসস্ট্যান্ড ও দৃশ্যমান কোনো স্থানে লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল বলেন, ‘গ্যাসচালিত গাড়ি চিহ্নিত করতে সবুজ স্টিকার ও ডিজেলচালিত যানবাহনে লাল স্টিকার লাগিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবারের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ ছাড়া ভাড়ার তালিকা আমরা বিভিন্ন জায়গায় লাগানোর ব্যবস্থা করছি। কেউ তালিকার বাইরে ভাড়া নিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিআরটিএর সহকারী পরিচালক মো. তৌহিদুল হোসেন। তিনি আরও বলেন, ‘গ্যাসচালিত ও ডিজেলচালিত গাড়িতে স্টিকার লেগে গেলে বাড়তি ভাড়া আদায়ের সমস্যা আস্তে আস্তে কেটে যাবে আশা করি। আমরা পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা দিয়ে দিয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।