লালবাগে পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

জুমবাংলা ডেস্ক: রাজধানীর লালবাগে একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। আজ দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট এলাকার কামালবাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

তিনি বলেন, পলিথিন কারখানায় আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, আগুন লাগার পর থেকে নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করে সবাইকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলছেন।