জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চাল সরানোর পর থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
অভিযোগ উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবাগত রাতে ২৫টি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন। পরে খবর পেয়ে গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসেবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেয়া হয়। ধারণা করা হচ্ছে, এসব চালের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
এরপর থেকে অভিযান শুরু করে প্রশাসন। অভিযানে শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শুকানদিঘি থেকে ৬০০ বস্তায় থাকা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে ওই এলাকার বিভিন্ন গোডাউনেও অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পাশাপাশি জেলা প্রশাসকের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ (ওসি) কবির বলেন, মামলার এজাহারটি আমরা দুদকের সমন্বিত কার্যালয় কুড়িগ্রামে পাঠাবো। তারপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।