জুমবাংলা ডেস্ক : বগুড়ার শেরপুরে সাপে কেটে মারা যাওয়া ইসাহাক আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ কবর থেকে তুলে জীবিত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছেন গ্রাম্য কবিরাজ। সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামে ঘটনাটি ঘটেছে।
ইসাহাক আলী বেলগাছি গ্রামের মৃত জহর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ইসাহাক আলী রোববার (২১ আগস্ট) সন্ধ্যায় ফসলি জমিতে পানি সেচ দিচ্ছিলেন। এসময় একটি বিষধর সাপ তাঁর পায়ে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাঁকে ধনুট উপজেলার জালশুকা এলাকার গ্রাম্য কবিরাজ ও সাপুড়ে ফজলার হোসেনের কাছে নিয়ে যান।
সেখানে ওই কবিরাজ ঝাড় ফুঁক দিয়ে তাঁর পায়ে থাকা বাঁধন খুলে দেন। সেইসঙ্গে বলেন বিষ নেমে গেছে। তাই রোগীর সঙ্গে আসা সব লোকজনকে বাড়িতে চলে যেতে বলেন। তবে রোগীকে এক ঘণ্টা পর ছাড়া হবে বলেন জানান তিনি। কিন্তু পায়ের বাঁধন খুলে দেওয়ার কিছুক্ষণ পরই ইছাহাক আলী আরও অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও তিন ঘণ্টা ধরে কবিরাজ ইসাহাক আলীকে ঝাড় ফুঁক দেন।
একপর্যায় রোগীর অবস্থার অবনতি হলে রাত সাড়ে এগারোটার দিকে তাঁকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে সটকে পড়েন। পরবর্তীতে ওই বৃদ্ধকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসাহাক আলীকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরদিন সোমবার সকালে নিহতের স্বজনরা লাশ দাফনের জন্য প্রস্তুতি নেন। সে মোতাবেক সকাল আটটার দিকে তাঁর জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এরইমধ্যে আরও দুইজন কবিরাজ ও সাপুড়ে সেখানে উপস্থিত হন। এমনকি সাপে কাটা মৃত রোগী তিনদিন পর্যন্ত বেঁচে থাকেন। তাই দাফন করা ব্যক্তিকে কবর থেকে উত্তোলনের অনুমতি প্রার্থনা করেন।
নিহতের শ্যালক সম্রাট মিয়া বলেন, কবিরাজদের কথা শোনে কবর থেকে তাঁর দুলাভাইয়ের লাশ উত্তোলন করা হয়। এরপর তাঁকে বাঁচানোর জন্য ঝাড় ফুঁক দেওয়া শুরু করেন। এমনকি সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে ব্যর্থ চেষ্টা করেন। একপর্যায় গ্রামের লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে কবিরাজ পালিয়ে যান। পরে ইসাহাক আলীর দাফন সম্পন্ন করেন পরিবারের লোকজন।
জানতে চাইলে সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ বলেন, ইসাহাক আলীর জানাজা ও দাফনে উপস্থিত ছিলাম। পরে শুনে কবিরাজ নাকি মৃত ব্যক্তিকে কবর থেকে উত্তোলন করে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু তার ব্যর্থ চেষ্টার কারণে নিহতের স্বজনরা ক্ষিপ্ত হয়ে উঠলে কবিরাজ পালিয়ে গেছে। পরবর্তীতে তাঁর দাফন দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।‘পট
https://inews.zoombangla.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%ab-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4%e0%a7%87/৩চ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।