নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসাবাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন হাসান গাজী। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে, গত রোববার মারা যায় হাসানের ছেলে রাইয়ান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা তানজিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসানের মেয়ে জান্নাতকে ও স্ত্রী সলমাকে ভোররাতে আইসিইউতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দগ্ধ হাসানের আরও এক মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা ভাল নয়।
গত রোববার হাসানের ছেলে রাইয়ান ও সোমবার শাশুড়ি মারা গেছেন।
বিস্ফোরণে তানজিলের স্ত্রী ও দুই সন্তানও দগ্ধ হন। তাদের বিষয়ে তানজিল হোসেন বলেন, আমার স্ত্রী ও দুই সন্তানের অবস্থা কিছুটা ভাল।
গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি কক্ষের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।