Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঘটনাটি ঘটেছে ভারতের ধূপগুড়ি ব্লকের সোনাখালির চামড়া গুদাম এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আলতা গ্রামের বাসিন্দা হাসিনুর ইসলামের মেয়ে আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল । লিচুর বিজ গলায় আটকে মর্মান্তিক দুর্গতি ৭ বছরের শিশুর৷

দুপুরবেলায় সকলে মিলে লিচু খেতে বসেছিল। আচমকাই লিচুর একটি বীজ এই শিশুটির গলায় আটকে যায়। শিশুটি অচৈতন্য হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সেই শিশুটিকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায় যে শিশুটি মৃত্যু হয়েছে। এই খবর শোনা মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারের ওপরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।