নিউ জিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নিলেন লিটন

নিউ জিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে লিটন

স্পোর্টস ডেস্ক : নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল(Hagley Oval, Christchurch) টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং করেছেন লিটন দাস ও নূরুল হাসান সোহান। ইতোমধ্যে শতরানের জুটি গড়েছেন তারা।

ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার পর আউট হয়ে সাজঘরে ফিরছেন নূরুল হাসান সোহান। লিটন দাসের সঙ্গে ওই জুটিতে ১০১ রান করে মিচেলের বলে ওয়েগনারের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন তিনি।

৬৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ফিফটি পূরণ করেন লিটন। ট্রেন্ট বোল্টকে চার হাঁকিয়ে ফিফটি পূরণ করা লিটন পরের দুই বলে আরো দুটি চার হাঁকান। সবমিলে ইনিংসের ৬১তম ওভারে লিটন চারটি চার হাঁকান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭৩ ওভারে ৭ উইকেটে ২৫৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস ও তাসকিন ক্রিজে রয়েছেন ।

নিউ জিল্যান্ডের বিপক্ষে অনবদ্য ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে লিটন
ছবি সংগৃহীত

মঙ্গলবার দিনের শুরুতে চাপ সামাল দিয়ে লড়াইয়ের কিছুটা ইঙ্গিত দেয় মুমিনুল হক বাহিনী। টেস্টের হ্যাগলি ওভালে ফলোঅনে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কিইউ পেসাররা। রিচার্ড হেডলি ও স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরিদের দাপটে দ্বিতীয় সেশনে আবারও বিপর্যয়ে পড়ে। এক উইকেটে ৭১ রান করা বাংলাদেশ ১২৮ রানেই দলের টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে। এর পর ক্রিজে নামেন নূরুল হাসান সোহান।ছিল মাত্র ১২৬ রানে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে।

সাদমান সাজঘরে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৪৪ রান। দলীয় ৭১ রানে ফিরে যান শান্ত।  নিল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

এরপর উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম-মুমিনুল হক করেন ৩৪ রান। দলীয় ১০৫ রানের মাথায় নাঈম ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি মাত্র ১৮ রানেই ভেঙে যান। ব্যক্তিগত ৩৭ রান করে ফিরে যান মুমিনুল হক।

এরপর উইকেটে আসেন ইয়াসির আলী। তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন তিনি।

জেলে কয়েদির সঙ্গে প্রেম করছেন নারী বিচারক!, রোমান্সের ভিডিও ভাইরাল