লিটন-শান্তর ব্যাটে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধোলাই করার মিশনের প্রথম পর্ব ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে টিম টাইগারের সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। যদিও একটা সময় মনে হচ্ছিল স্কোর ১৮০ স্পর্শ করতে পারে। কিন্তু শেষ পাঁচ ওভারে রান ওঠে মাত্র ২৭! বরাবরের মতোই দুর্দান্ত ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া বেশ কয়েকটি ম্যাচ নিষ্প্রভ থাকার পর আজ ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন লিটন কুমার দাস।
মিরপুর শেরে বাংলায় আজ মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচে অবশেষে টস জিতলেন জস বাটলার। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার ঝড়ো ব্যাটিং শুরু করেন। পাওয়ারপ্লেতে আসে ৪৬ রান। ৫৫ রানের ওপেনিং জুটি ভাঙে ৮ম ওভরাএ। একবার জীবন পাওয়া রনি তালুকদারকে কট অ্যান্ড বোল্ড করেন আদিল রশিদ। এই ওপেনার খেলেন ২২ বলে ৩ চারে ২৪ রানের ইনিংস। ওয়ানডে সিরিজ এবং প্রথম দুই টি-টোয়েন্টিতে পুরোপুরি ব্যর্থ লিটন স আজ ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন ৪১ বলে। নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ জুটি জমে ওঠে। ফিফটির পর একটা সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া লিটন আরও বিধ্বংসী হয়ে ওঠেন।
লিটনের ব্যাটিং দেখে একসময় তার সেঞ্চুরিও অসম্ভব মনে হচ্ছিল না। তবে তার ৫৭ বলে ১০ চার ১ ছক্কায় ৭৩ রানের ইনিংস থামে ক্রিস জর্ডানের বলে ফিল সল্টের তালুবন্দি হয়ে। টি-টোয়েন্টিতে এটাই তার ক্যারিয়ারসেরা ইনিংস। এরপর রান তোলার গতি কমে আসে। উইকেটে আসেন অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ৪০ রানে শান্তকে আম্পায়অর এলবিডাব্লিউ দিলেও তিনি রিভিউ নিয়ে বেঁচে যান। শেষদিকে বেশি রান ওঠেনি। হাতে ৮ উইকেট থাকলেও শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান! বাংলাদেশ ২ উইকেটে ১৫৮ রান তোলে। শান্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ১ চার ২ ছক্কায় ৪৭* রানে আর সাকিব ৬ বলে ৪* রানে অপরাজিত থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।