লিটারে ৮০ কিমি. মাইলেজ দেবে হিরোর এ বাইক, দাম যত

লিটারে ৮০ কিমি. মাইলেজ দেবে হিরোর এ বাইকটি, দাম যত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অটোমোবাইল সেক্টরের বাইক কোম্পানিগুলো প্রতিনিয়ত গ্রাহকের চাহিদার কথা চিন্তা করে। তই তারা বাইকগুলোকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত থাকে। এই ধারায় হিরো তার প্যাশন প্রো বাইকটিকে আরও কিলার চেহারা দিয়ে বাজারে এনেছে। আপনি যদি ১২৫ সিসির বাইক কেনার পরিকল্পনা করেন, তবে এই বাইকটি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ।

লিটারে ৮০ কিমি. মাইলেজ দেবে হিরোর এ বাইকটি, দাম যত

হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে আছে একটি শক্তিশালী ইঞ্জিন। দুর্দান্ত এই বাইকটিতে আপনাকে দেওয়া হচ্ছে ১২৫ সিসির একটি ইঞ্জিন।

এছাড়াও হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে মিলবে সেরা মাইলেজ। বাইকটি প্রতি লিটারে ৭০ কিলোমিটার মাইলেজ প্রদান করতে পারে। রেঞ্জ অনুযায়ী যা খুব ভালো মাইলেজ।

আপনি যদি এই বাইকটি ধীর গতিতে এবং স্মার্টভাবে চালান, তাহলে প্রতি লিটারে ৭৫ থেকে ৮০ কিলোমিটার মাইলেজও পেতে পারেন।

এখনও হিরো কোম্পানি এই বাইকটির লঞ্চ এর তারিখ প্রকাশ করেনি। আশা করা যাচ্ছে, ২০২৩ সালের শেষ নাগাদ ভারতে বাজারে আসবে বাইকটি। হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে মিলবে অনেক নতুন আপডেট।

বিলাসবহুল এই বাইকটির বাজার মূল্য হতে পারে ৭৩ হাজার ৯০০ রুপি বাংলাদেশের মুদ্রায় ৯৭হাজার ২০০টাকা। যদিও এই অনেকের কাছে খুব বেশি মনে হবে। তবে অন্য বাইকের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন ১২৫ সিসি ইঞ্জিনের বাইক এর চেয়ে কমে মিলবে না।