বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদুল আজহার দিন তার অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। রায়হান রাফি নির্মিত এ সিনেমা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হলো তার। ঈদের দিন লুকিয়ে দর্শকদের সঙ্গে নিজের সিনেমা দেখেছেন এই অভিনেতা। এসময় দর্শক প্রতিক্রিয়া দেখে আবেগে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
আফরান নিশো বলেন, দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য লুকিয়ে প্রেক্ষাগৃহে ঢুকি। দর্শকরা কেউ-ই বুঝতে পারেননি আমি হলে আছি। মূলত, শো শুরু হওয়ার কিছুক্ষণ পর লুকিয়ে হলে যাই। কারণ আমি চাইনি আমাদের উপস্থিতি বুঝতে পেরে দর্শকদের নজর সিনেমা বাদ দিয়ে আমাদের দিকে আসুক।
আবেগাপ্লুত হয়ে পড়ার কথা জানিয়ে নিশো বলেন, আমি দীর্ঘ দিন ধরে কাজ করি, দর্শকদের ভালোবাসা এমনিতেই পাই। যারা আমার অনুরাগী তারা আমাকে যথেষ্ট সম্মান করেন, ভালোবাসেন। প্রথম থেকেই বলে আসছি, আমাদের টিমের পরিশ্রম যদি পর্দায় রিফ্লেক্ট করে, তবে দর্শকদের প্রতিক্রিয়া আসবে। ফাইনালি আমরা দর্শকদের প্রতিক্রিয়া পেয়েছি। মজার দৃশ্যে দর্শকদের হাসি, যেটা বিস্মিত হওয়ার মুহূর্ত সেখানে তারা বিস্মিত হয়েছেন এবং দর্শকদের উচ্ছ্বাস দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’
প্রত্যাশার চেয়েও বেশি ইতিবাচক সাড়া পেয়েছেন সিনেমাপ্রেমিদের কাছ থেকে। এসব কথা উল্লেখ করে নিশো বলেন, দর্শকরা একটি ভালো কনটেন্ট দেখে যে বাহবা দিচ্ছেন সেটা আমাকে ভাবাচ্ছে। মনে হচ্ছে, এই ঈদে আমার চেয়ে আর কেউ বেশি আনন্দিত হতে পারবে না। সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল, কিন্তু দর্শক এতটা ইতিবাচকভাবে গ্রহণ করবেন সেটা ভাবিনি। দর্শকদের অসংখ্য ধন্যবাদ জানাই।
‘সুড়ঙ্গ’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। পরিচালক রায়হান রাফীর সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ্ দৌলা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.