বিনোদন ডেস্ক : মার্কিন পপশিল্পী লেডি গাগাকে টিজ করেছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ২০১১ সালে গাগা যখন ভারতে এসেছিলেন, তখন তিনি শাহরুখের সঙ্গে একটি সাক্ষাৎকারে অংশ নেন।
ওই সাক্ষাৎকারে শাহরুখের আচরণে কিছুটা লজ্জা পেয়েছিলেন লেডি গাগা। সাক্ষাৎকারের শুরুতেই লেডি গাগাকে শপিং নিয়ে টিজ করতে শুরু করেন শাহরুখ। তারপর কথা বলতে বলতেই নিজের হাতের ঘড়ি খুলে উপহার দিতে চান গাগাকে।
বুকের দিকে নজর দেওয়া বন্ধ হলে যা করবেন শ্রীলেখা
শাহরুখের এই কাণ্ডে বেশ অপ্রস্তুত হয়ে পড়েন মার্কিন পপ তারকা। বারবার মাথা নেড়ে বলতে থাকেন তিনি নেবেন না। এদিকে জোর করতেই থাকেন শাহরুখ। পরে তাদের মধ্যে সমঝোতা হয় উপহারটি দিয়ে দেয়া হবে অডিয়েন্সদের কাউকে। গাগা জানান শাহরুখ যেনো তার কোনো ভক্তদের উপহারটি দিয়ে দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।