
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন সীমান্তে ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত হয়েছে। লেবাননের আকাশসীমা লঙ্ঘনের সময় এটি ভূপাতিত হয়। লেবাননের বিভিন্ন সূত্র এ খবর জানিয়ে বলেছে, গতকাল (মঙ্গলবার) এ ঘটনা ঘটেছে। খবর পার্সটুডে’র।
তবে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে নাকি দুর্ঘটনাক্রমে পড়ে গেছে তা স্পষ্ট নয়। এর আগে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের বহু ড্রোন ভূপাতিত করেছে। ইসরাইলি জঙ্গিবিমান ও ড্রোনগুলো মাঝেমধ্যেই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে থাকে।
তবে বর্ণবাদী ইসরাইল প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহকে ভীষণ ভয় পায়, বলা হয়ে থাকে হিজবুল্লাহ গঠিত না হলে এ পর্যন্ত লেবাননের বিশাল অংশ দখল করে তা নিজের অংশ হিসেবে ঘোষণা দিত তেল আবিব।
তবে কয়েক মাস আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এমনকি দখলদারদের মিত্রদেরকেও লেবাননের উপর আগ্রাসনের সুযোগ দেবে না হিজবুল্লাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।