আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে কুলতলি এলাকায় লোকালয়ে ঢুকে পড়া বাঘকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার কুলতলির মেরিগঞ্জ ২-এর শেখপাড়া এলাকা লাগোয়া জঙ্গলে চেতনানাশক গুলি ছুড়ে কাবু করা হয় রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। খবর আনন্দবাজার পত্রিকার।
তার পর খাঁচাবন্দি করে এটিকে নিয়ে যাওয়া হয় ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে। সেখানে চিকিৎসার পর বুধবার সকাল ৬টা ৫৫ মিনিটে পূর্ণবয়স্ক পুরুষ বাঘটিকে রামগঙ্গা রেঞ্জের ধূলিভাসানি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
মুক্তির আগেই ৯০০ কোটি টাকা আয় করে ফেলেছে আরআরআর
এটি নিরাপদেই জঙ্গলে চলে গেছে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্মকর্তারা। গত সপ্তাহে বুধবার জঙ্গল ছেড়ে মৈপীঠে ঢুকে পড়ে ওই বাঘটি।
বন দপ্তরের কর্মীরা ধরতে এলে নদী পেরিয়ে অন্যত্র চলে যায় বাঘটি। রোববার থেকে মেরিগঞ্জ ২ নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ায় ফের বাঘের গর্জন শোনা যায়। সেখানকার লাগোয়া জঙ্গলেই ছিল বাঘটি। ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল।
বন দপ্তরের কর্মীরা কয়েক দিন ধরে চেষ্টা করেছেন বাঘটিকে ধরার। জাল দিয়ে ঘিরে, বাজি ফাটিয়ে, ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে তারা চেষ্টা করেছিলেন ওই রয়্যাল বেঙ্গলটিকে খাঁচাবন্দি করার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।