লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন কৃষকের ছেলে, আজ বিশ্বের সফল ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক : বি রবি পিল্লাই হচ্ছেন বিশ্বের চর্চিত ব্যবসায়ীদের মধ্যে একজন ৷ কিন্তু যেই জায়গায় তিনি আজ আছেন সেই পর্যন্ত আসতে তাকে অনেক সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছিল ৷রবি একজন গরিব কৃষকের ছেলে ছিলেন ৷তার কাছে না ব্যবসা শুরু করার জন্য টাকা ছিল না ৷সবার ধারনা ছিল যে সে তার পিতার মতোই কৃষক হবে ৷ কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে তিনি আজ বিশ্বের সেরা ব্যবসায়ী হয়ে দেখিয়ে দিয়েছেন।

বি রবি পিল্লাইয়ের জন্ম ২ সেপ্টেম্বর ১৯৫৩ সালে কেরালার চভারা নামক গ্রামে হয়েছিল ৷ তার বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক। এমতাবস্থায়, রবি পিল্লাইয়ের শৈশব থেকেই কেবল প্রয়োজনীয় জিনিসগুলি পেয়েছিলেন, যদিও তার বাবা একজন কৃষক হওয়া সত্ত্বেও, তার ছেলের পড়াশোনাকে গুরুত্ব দিয়েছিলেন এবং তাকে একটি ভাল স্কুলে ভর্তি করিয়ে ছিলেন।

স্কুলের পড়াশোনা শেষ করার পর বি. রবি পিল্লাই একটি স্থানীয় কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন ৷ তারপরে তিনি কোচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং সেখান থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে পড়াশোনা করে পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি অর্জন করেছিলেন৷

পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করার পর রবি গ্রামের একজনের থেকে এক লাখ টাকা ধার করে নিজের চিটফান্ডের ব্যবসা শুরু করেছিলেন ৷ ব্যবসা থেকে মুনাফা আসার পর রবি ১ লাখ টাকাটি শোধ করে দিয়েছিলেন ৷ তারপর ব্যবসা থেকে আসা মুনাফার টাকা রবি জমাতে শুরু করেন কনস্ট্রাকশন ব্যবসা শুরু করার জন্য ৷

এরপর যখন তিনি কনস্ট্রাকশন ব্যবসাটি চালু করে তার কিছুদিন বাদে তাকে একটা বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তিনি হিন্দুস্তান নিউজপ্রিন্ট ফ্যাক্টরি থেকে কনস্ট্রাকশন অর্ডার পাওয়ার পর যখন তিনি কাজ শুরু করেছিলেন তিনি দেখলেন যে শ্রমিকদের সেখানে কাজ করতে অসুবিধা হচ্ছে তাই তিনি কনস্ট্রাকশন ইউনিটি বন্ধ করে দিয়েছিলে আর এই কারণেই তাকে একটি বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল ৷

যদিও এত ঘটনার পরও রবি হার মানেনি তিনি তার ব্যবসাকে জমানোর জন্য সৌদি চলে যান এবং সেখানে গিয়ে যখন তার ব্যবসা জমে যায় ৷ এরপর তিনি তার কোম্পানি নাসির এস হাল হাজারী নামে শুরু করেছিলেন ৷ সৌদিতে তার ব্যবসা যথেষ্ট বৃদ্ধি পাওয়ায় তিনি বছরে লাখ লাখ টাকা মুনাফা করতে থাকেন ৷ এরপর তার ব্যবসাটি দুবাই এবং আরও বিভিন্ন দেশে ছড়াতে থাকে ৷

২০২১ সালে, বি. রবি পিল্লাইয়ের মোট সম্পদের পরিমাণ আনুমানিক $২.৫ বিলিয়ন ছিল ৷যার কারণে তার নাম বিশ্বের টপ ১০০০ বিলিয়নেয়ারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বি. রবি পিল্লাই বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি পরিচালনা করছেন, যেখানে ৭০ হাজারেরও বেশি কর্মী কাজ করেন।

বি রবি পিল্লাইয়ের সাফল্য আপনি কেবলমাত্র তাঁর মেয়ের বিয়ে দেখে অনুমান করতে পারা যায়। তার মেয়ের বিয়েতে ৪২ টি দেশের মানুষ অতিথি হিসেবে এসেছিলেন ৷প্রায় ৩০ হাজার অতিথি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গরীব কৃষকের ছেলে বি রবি পিল্লাই আজ কেরালার সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে বিবেচিত হন৷ তিনি তার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে এই সাফল্য অর্জন করতে পেরেছেন।

গরিব কৃষকের ছেলের এতটা সাফল্য দেখে মানুষের মধ্যে চর্চা হওয়াটা স্বাভাবিক ৷ কিন্তু রবি পিল্লাই কে নিয়ে চর্চাটা আরো বেশি বেড়ে যাওয়ার কারণ হলো তিনি কদিন আগে এয়ারবাস এইচ ১৪৫ হেলিকপ্টারটি কিনেছেন ৷ যার মূল্য ১০০ কোটি টাকা এবং এটি সবচেয়ে আধুনিক হেলিকপ্টার | তিনি একমাত্র ভারতীয় যার কাছে এই হেলিকপ্টারটি আছে৷

সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার ফুট উচ্চতায় অবতরণ ও টেকঅফের ক্ষমতা সম্পন্ন এই হেলিকপ্টারটিতে পাইলট ছাড়াও একসঙ্গে ৭ জন ভ্রমণ করতে পারবে। এমন একটি আধুনিক হেলিকপ্টার কিনার পর বি. রবি পিল্লাইয়ের লাইমলাইটে আসা নিশ্চিত ছিল।