জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরায় ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে মোবাইলে কথা বলে লোভ দেখিয়ে তিনটি পরিবারকে সর্বস্বান্ত করেছে একটি প্রতারক চক্র।
বুধবার ভুক্তভোগীর পরিবার সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার সায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন— এলাকার ওমর আলীর মেয়ে নুরজাহান (২৪), সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের রবিউলের মেয়ে পায়েল (১৪) ও আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন সপ্তাহ আগে অজ্ঞাত প্রতারক জিনের বাদশা পরিচয় দিয়ে মোবাইলে কথা বলে পায়েল আক্তারের সঙ্গে। পরে ভয়ভীতি ও লোভ দেখিয়ে একপর্যায় নীলটেক ব্রিজের উত্তর পাশে ভুয়া স্বর্ণের মূর্তি রেখে যায় প্রতারক চক্র। আর সেই মূর্তি বাড়িতে নিয়ে সংগ্রহে স্বর্ণের কলস পাবে।
আরও জানা যায়, ধনী হওয়ার লোভে ভুক্তভোগী পরিবার মূর্তি সংগ্রহ করার পর পরই ৩টি পরিবার কিছু বুঝে ওঠার আগেই ১০ ভরি স্বর্ণালংকার ও বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দিয়ে দেয়। এর পরে প্রতারকচক্র মোবাইল ফোনে ক্ষতি হবে বলে কাউকে বিষয়টি না বলার জন্য নিষেধ করে। এ ঘটনায় ভুক্তভোগীরা বুঝতে পেরে আত্মীয়স্বজনকে জানালে প্রতারকের নাম্বারে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কাঁচা বাদাম গানে তুমুল ড্যান্স যুজবেন্দ্র চাহালের বউ ও শাশুড়ির
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।