বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: থ্রিডি গ্লাস ছাড়াই ল্যাপটপের মাধ্যমে থ্রিডি কনটেন্ট দেখা যাবে। শুধু তাই নয়, তার ওপর কাজও করা যাবে। আসুস প্রথমবারের মতো এমন চমক দেখালো। তাদের ল্যাপটপে ওএলইডি স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)। প্রযুক্তির বিশ্বমঞ্চে নিজেদের নতুন ল্যাপটপ ‘আসুস ভিভোবুক প্রো ১৬এক্স থ্রিডি ওএলইডি’ উন্মোচন করলো প্রতিষ্ঠানটি।
নতুন ল্যাপটপে থাকছে ১৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে, যার রেজুলেশন ৩২০০ বাই ২০০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তাছাড়া এই ল্যাপটপের ওপরের অংশে রয়েছে অপটিক্যাল রেজিনের লেয়ার। থাকছে লেন্টিকুলার লেন্স লেয়ার, যা আই ট্র্যাকিং ক্যামেরার মাধ্যমে রিয়েল টাইম ইমেজ রেন্ডার করবে এবং ফিজিক্যাল মুভমেন্ট নিয়ন্ত্রণ সম্ভব।
এছাড়াও ল্যাপটপের স্ক্রিনের গ্লাসের ফ্রন্ট লেয়ারের ওপর রয়েছে টুডি/থ্রিডি লিকুইড ক্রিস্টাল সুইচিং লেয়ার এবং অ্যান্টি রিফ্লেক্টিং কাটিং। যার মাধ্যমে সহজেই কনটেন্ট টুডি থেকে থ্রিডি এবং থ্রিডি থেকে টুডি মোডে পরিবর্তন করা সম্ভব।
ল্যাপটপটি ইন্টেল কোর আই ৯ প্রসেসর দ্বারা চালিত। এনভিডিয়া আডা আরটিএক্স ৪০সিরিজ জিপিও এবং স্টুডিও ড্রাইভার যুক্ত রয়েছে এর গ্রাফিক্সে। ৬০ জিবি ডিডিআর৫ ৪৮০০ র্যাম এবং টু টিবি পিসিআই জেন ৪ এসএসডি স্টোরেজ থাকছে।
ল্যাপটপটিতে ফিজিক্যাল শাটারসহ ফুল এইচডি আইআর ওয়েবক্যাম রয়েছে। ব্ল্যাক এবং সিলভার কালারে বাজারে আসবে বলে জানা গেলেও এর দাম জানা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।