আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস কোনও ল্যাবে তৈরি হয়নি। এখনও পর্যন্ত সেসব তথ্যপ্রমাণ হাতে আসছে তাতে ভাইরাসটি কোনও প্রাণী থেকে আসতে পারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এমনটাই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আগেই হু বলেছিল করোনা ভাইরাসের জিনের যে গঠন তাতে তা বাদুড়ের করোনাভাইরাসের সঙ্গে অনেকটাই মিলে যায়। এমন হতেও পারে যে ভাইরাসটি বাদুড়ের দেহে তৈরি হয়ে তা মানবদেহে সংক্রমিত হয়েছে। এমনটাই লেখা হয়েছিল ডেইলি মেল-এ।
ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েস্টার্ন প্যাসিফিক-এর ডিরেক্টর তাকেসি কাসেই জানিয়েছেন, করোনাভাইরাসের আসল উত্স এখনও অজানা। এনিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথাও বলেন তিনি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সন্দেহ ছিল গবেষণার সময় কোভিড-১৯ উহানের কোনও ল্যাব থেকে ছড়িয়েছে। কোভিড-১৯। ল্যাবরেটরি থেকে যে ভাইরাসটি ছড়াতে পারে তা উড়িয়ে দেননি রাশিয়ায় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীও।
উহানের সি ফুড মার্কেট থেকেই ভাইরাটি ছড়িয়েছে, এমন একটা কথা বহু দিন ধরেই বলা হচ্ছিল বিভিন্ন মহল থেকে। চিন এখনও পর্যন্ত প্রথম করোনা রোগীটিকে সনাক্ত করতে পারেনি। ফলে বলা যাচ্ছে না কোথা থেকে এর উত্পত্তি। তবে হু মনে করছে কোনও সংক্রমিত ব্যক্তির কাছ থেকে উহান মার্কেটে আসতে পারে ভাইরাসটি। সূত্র: জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।