Realme 10T 5G: শক্তিশালী প্রসেসর ও 50MP ক্যামেরার সঙ্গে চমৎকার ফোন আনল রিয়েলমি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দারুন শক্তিশালী একটি স্মার্টফোন লঞ্চ করেছে Realme। বুধবার Realme 10T 5G লঞ্চ করা হয়েছে থাইল্যান্ডে। এটি সংস্থার একটি বেশ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির একটি।
এই ফোনে রয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। Realme 10T 5G-কে বলা হচ্ছে Realme 9i 5G-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। গত বছর আগস্টে লঞ্চ করা হয়েছিল এই Realme 9i 5G।
Highlights
- থাইল্যান্ডে লঞ্চ হয়েছে Realme 10T 5G স্মার্টফোন।
- এই ফোনটি MediaTek Dimensity 810 প্রসেসরে কাজ করে।
- Realme 10T 5G ফোনে 8GB ডায়নামিক RAM রয়েছে।
Realme 10T 5G ফোনটি থাইল্যান্ডে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে লঞ্চ হওয়া ষষ্ঠ মোবাইল। এর আগে realme 10, realme 10 Pro 5G, realme 10 Pro+ 5G এবং realme 10 Pro 5G Coca-Cola এডিশন ভারতে লঞ্চ করা হয়েছে এবং Realme 10s চীনে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে আপনাদের Realme 10T 5G ফোনের সম্পূর্ণ ডিটেইলস জানানো হলো
Realme 10T 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.6″ FHD+ 90Hz ডিসপ্লে
- 8GB Dynamic RAM
- MediaTek Dimensity 810
- 50MP ট্রিপল ক্যামেরা
- 8MP সেলফি সেন্সর
- 18W 5,000mAh ব্যাটারি
Realme 10T 5G ফোনটি 2408 x 1080 পিক্সেল রেজলিউশন সহ 6.6-ইঞ্চি FullHD+ Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রীন IPS LCD প্যানেলে নির্মিত যা 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে 180Hz টাচ স্যাম্পলিং রেট, 400নিটস ব্রাইটনেসের মতো ফিচার সাপোর্ট করে।
Realme 10T 5G অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ করা হয়েছে যা Realme OneUI এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই স্মার্টফোনটিতে একটি MediaTek Dimensity 810 অক্টা-কোর প্রসেসর রয়েছে যা 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত, যা 2.4GHz ক্লক স্পিডে কাজ করে। এই ফোনটি 8GB Dynamic RAM সাপোর্ট করে যা এই ফোনটিকে 16GB র্যামের পাওয়ার দেয়। এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali G57 GPU সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Realme 10T 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।এই ফোনের ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্সের সাথে কাজ করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Realme 10T 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে যা 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি 3.5mm জ্যাক সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।