শখ পূরণে বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন নীতা আম্বানি! দাম শুনলে মাথা ঘুরে যাবে

শখ পূরণে বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন নীতা আম্বানি! দাম শুনলে মাথা ঘুরে যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মুকেশ বা তার পরিবারের বর্তমানে অর্থ ও সম্পদের কোন অভাব নেই। তারা সহজেই সবচেয়ে মূল্যবান জিনিস কিনতে পারে। যদিও আমরা প্রায়ই মুকেশ আম্বানির স্ত্রী ‘নীতা আম্বানি’র (nita ambani) দামি শখের জন্য শিরোনামে দেখে থাকি। সূত্রের খবর অনুযায়ী, নীতা আম্বানি তার শখ পূরণের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে থাকেন।

ইশা, আকাশ ও অনন্ত নামে তাদের তিন সন্তান রয়েছে। তবে জানা যায়, আম্বানি পরিবারের সবথেকে দামি ও সৌখিন ব্যক্তি হলেন নীতা আম্বানি। সম্প্রতি তার আরও একটি দামি জিনিস ক্রয়ের খবর সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দামি ‘রোবট’ (Robot) কিনেছেন নীতা আম্বানি। এই রোবটের মূল্য বলা হচ্ছে ৩ বিলিয়নের বেশি। নীতা আম্বানি সম্প্রতি এই রোবটের কারণে আবারও লাইমলাইটে এসেছেন।

এই রোবটের বিশেষত্বের কথা বলতে গেলে, ‘রোবটটি ব্যাক্তির চিন্তার উপর ভিত্তি করে সমস্ত কাজ করতে পারে। এছাড়া রোবটটি প্রতিটি শখ পূরণ করতে সক্ষম’। এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন রোবটটির বিশ্বের অন্যতম ও অনেক মূল্যবান জিনিসের মধ্যে একটি। যার চর্চা চলছে সর্বত্র। এই রোবটটির আসল দাম যেটা জানা যায় তা ৩,৬৯৭,৬৬৪,৬০০.০০ থেকে ৯,৪১২,৪৩৬,৬০০.০০ এর মধ্যে৷

যতদূর জানা যাচ্ছে, নীতা আম্বানি তার নিজেস্ব ও বাড়ির কাজ করার জন্য এই রোবটটি কিনেছেন। রোবটটি সব ধরনের কাজ করতে সক্ষম বলে শোনা যাচ্ছে। নীতা সর্বদা রানীর মতন জীবন যাপন করেন। যার সকাল শুরু হয় ৩ লক্ষ টাকার কাপে চা পান করে। তার এই বিলাসবহুল জীবন যাপনের কারণে সবসময় আলোচনায় থাকেন। নীতা তার শরীর চর্চার জন্য ব্যয় করেন প্রচুর অর্থ।

ভোর ৫টা থেকে শুরু, সারাদিন যা যা করেন মুকেশ আম্বানি