জুমবাংলা ডেস্ক : হঠাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার হাত থেকে শত শত যাত্রীকে রক্ষা করা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সেই স্কুলছাত্র সাজিদকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা।
গত রোববার উপজেলার খাসবাগুরী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কিশোর সাজিদ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পায় লাইন ভেঙে ফাঁক হয়ে গেছে। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি আসতে দেখে বিষয়টি তার মাকে বললে ছেলেকে লাল কাপড় উড়াতে বলেন তিনি।
এ সময় শরীরে থাকা লাল গেঞ্জিই বাঁশের মাথায় জড়িয়ে উড়াতে থাকে সাজিদ। এ সময় চালক বিষয়টি দেখে ট্রেনটি থামায়। এভাবে ট্রেনের শত শত যাত্রীর প্রাণ রক্ষা করে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।