Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: এইচআরডব্লিউ
    আন্তর্জাতিক ডেস্ক
    Bangladesh breaking news আন্তর্জাতিক

    শত শত মুসলিমকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত: এইচআরডব্লিউ

    আন্তর্জাতিক ডেস্কTarek HasanJuly 24, 20254 Mins Read
    Advertisement

    অবৈধ অভিবাসী দাবি করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে শত শত স্থানীয় ‘বাঙালি মুসলিমকে’ যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করে বাংলাদেশে ঠেলে (পুশ-ইন) পাঠিয়ে দিচ্ছে ভারত। বুধবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এদের অনেকেরই ভারতের বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন রাজ্যগুলোর নাগরিকত্ব রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

    বাঙালি মুসলিমকে

    এইচআরডব্লিউ-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার স্থানীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশে বহিষ্কারের (পুশইনের) অভিযান জোরদার করেছে। উদ্দেশ্য হলো- আইনি অনুমোদন ছাড়া ভারতে প্রবেশকারীদের নিরুৎসাহিত করা। সরকারের উচিত যথাযথ প্রক্রিয়া ছাড়া বেআইনিভাবে মানুষকে বিতাড়িত করা বন্ধ করা এবং এর পরিবর্তে প্রত্যেকের জন্য নির্বিচার আটক ও বহিষ্কার থেকে সুরক্ষার জন্য পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা।

    এ বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক অ্যালেইন পিয়ারসন বলেছেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি নির্বিচারে স্থানীয় বাঙালি মুসলিমদের- যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছে- দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উসকে দিচ্ছে।

    তিনি আরও বলেন, কর্তৃপক্ষের অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণের দাবি অগ্রহণযোগ্য, কারণ তারা যথাযথ প্রক্রিয়া, অভ্যন্তরীণ নিশ্চয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে উপেক্ষা করছে।

    গত জুনে ১৮ জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সাক্ষাৎকার নেওয়াদের মধ্যে এমন ভারতীয় নাগরিকরাও রয়েছেন যারা বাংলাদেশে বহিষ্কৃত হওয়ার পর ভারতে ফিরে এসেছেন এবং তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন যারা এখনও নিখোঁজ।

    এদিকে গত ৮ জুলাই হিউম্যান রাইটস ওয়াচ বিস্তারিত জানতে চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর পায়নি।

    ভারত সরকার বহিষ্কৃত নাগরিকদের সংখ্যার বিষয়ে কোনো সরকারি তথ্য দেয়নি। তবে বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, ৭ মে থেকে ১৫ জুনের মধ্যে ভারত ১ হাজার ৫০০ জনের বেশি মুসলিম পুরুষ, নারী ও শিশুকে বাংলাদেশে পুশইন করেছে, যার মধ্যে মিয়ানমারের ১০০ রোহিঙ্গা শরণার্থীও রয়েছে। এই প্রক্রিয়া এখনো চলছে।

    এইচআরডব্লিউ- এর প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্য আসাম, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওডিশা এবং রাজস্থানের কর্তৃপক্ষ মুসলিমদের- যাদের অধিকাংশই দরিদ্র অভিবাসী শ্রমিক- আটক করেছে এবং ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করেছে। কিছু ক্ষেত্রে, সীমান্তরক্ষীরা অভিযোগ অনুযায়ী আটককৃতদের হুমকি দিয়েছে এবং মারধর করেছে যাতে তারা তাদের নাগরিকত্বের দাবি পর্যাপ্তভাবে যাচাই না করেই বাংলাদেশে প্রবেশে বাধ্য হয়। অবশ্য কয়েকজন নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারায় ভারত সরকার কয়েক ডজন মানুষকে পুনরায় দেশে ফিরতে দিতে বাধ্য হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, গত এপ্রিলে জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার পর এই দমনপীড়ন শুরু হয়। পুলিশ মুসলিমদের হয়রানি করতে শুরু করে, তাদের নাগরিকত্বের দাবি গ্রহণ করতে অস্বীকার করে এবং তাদের ফোন, নথি ও ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে, যার ফলে তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আটককৃতদের মধ্যে কেউ কেউ বলেছেন, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা তাদের হুমকি দিয়েছে এবং আক্রমণ করেছে এবং কয়েকটি ক্ষেত্রে, বন্দুকের মুখে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করেছে।

    আসাম রাজ্যের ৫১ বছর বয়সী খাইরুল ইসলাম প্রমাণিত ভারতীয় নাগরিক। তিনি একটি স্কুলের সাবেক শিক্ষক। তিনি বলেন, গত ২৬ মে ভারতীয় সীমান্ত কর্মকর্তারা তার হাত বেঁধে, মুখ চেপে তাকে এবং আরও ১৪ জনকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

    তিনি বলেন, আমি বাংলাদেশে প্রবেশ করতে অস্বীকার করায় বিএসএফ কর্মকর্তা আমাকে মারধর করে এবং চারবার শূন্যে রাবারের গুলি চালায়। দুই সপ্তাহ পর ফিরে আসতে সক্ষম হন বলে জানান তিনি।

    মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ থেকে ভারতে তথাকথিত ‘অবৈধ অভিবাসনের’ কোনো সঠিক তথ্য নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে ভারত প্রায়শই সংখ্যা বাড়িয়ে দেখায়। বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করেছেন এবং হিন্দু রাজনৈতিক সমর্থন লাভের জন্য ভারতীয় মুসলিমদের প্রতিবিম্বিত করতে এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহার করেছেন।

    মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্যগুলোকে ‘অবৈধ অভিবাসীদের শনাক্ত, চিহ্নিত এবং বিতাড়িত’ করার জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারণ করার পর এবং স্থানীয় কর্তৃপক্ষকে তাদের ‘আটক করার জন্য প্রতিটি জেলায় পর্যাপ্ত হোল্ডিং সেন্টার প্রতিষ্ঠা’ করার নির্দেশ দেওয়ার পর বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য সরকার স্থানীয় বাংলাভাষী মুসলিম অভিবাসী শ্রমিকদের আটক করতে শুরু করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ২ হাজার ৩৬০ জনের বেশি মানুষের নাম পাঠিয়েছে তাদের জাতীয়তা যাচাই করার জন্য।

    গত ৮ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে চিঠি লিখে পুশ-ইনকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে এবং বলেছে, বাংলাদেশ ‘শুধু বাংলাদেশি নাগরিক হিসাবে নিশ্চিত এবং সঠিক চ্যানেলের মাধ্যমে প্রত্যাবাসনকৃত ব্যক্তিদের গ্রহণ করবে।’

    ভারতের এই কর্মকাণ্ডের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, ভারত সরকার কর্তৃক কাউকে যথাযথ প্রক্রিয়া ছাড়া আটক ও বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। ভারত সরকারের উচিত বহিষ্কারের শিকার যেকোনো ব্যক্তির জন্য মৌলিক পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা। এর মধ্যে বহিষ্কারের কারণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য, যোগ্য আইনি প্রতিনিধিত্ব এবং বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ অন্তর্ভুক্ত।

    কর্তৃপক্ষের উচিত নিরাপত্তা বাহিনী ও সীমান্তরক্ষীরা যাতে অতিরিক্ত শক্তি ব্যবহার না করে তা নিশ্চিত করা এবং বল প্রয়োগের কথিত অপব্যবহারের নিরপেক্ষ তদন্ত করা। অপব্যবহারের জন্য দায়ী ব্যক্তিদের যথাযথভাবে শৃঙ্খলাবদ্ধ বা বিচার করা উচিত। বহিষ্কারের জন্য আটককৃত ব্যক্তিদের পর্যাপ্ত খাবার, আশ্রয় এবং চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ থাকতে হবে, এবং কর্তৃপক্ষের উচিত প্রান্তিক গোষ্ঠীর, যার মধ্যে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে, তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করা।

    এ বিষয়ে পিয়ারসন বলেন, ভারতীয় সরকার হাজার হাজার দুর্বল মানুষকে ঝুঁকিতে ফেলছে, যা অননুমোদিত অভিবাসীদের খোঁজে বলে মনে হচ্ছে, কিন্তু তাদের পদক্ষেপ মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক বৈষম্যমূলক নীতি প্রতিফলিত করে।

    https://inews.zoombangla.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%a6/

    তিনি আরও বলেন, ভারতের বিজেপি সরকার রাজনৈতিক সমর্থন লাভের চেষ্টা করার সময় নিপীড়িতদের আশ্রয় দেওয়ার ভারতের দীর্ঘ ইতিহাসকে ক্ষুণ্ন করছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Assam Muslim deportation bangladesh, bangladeshi pushback india bjp illegal deportation BJP muslim bias breaking BSF human rights abuse citizenship abuse india hrw india criticism hrw india report 2025 human rights watch india bangladesh illegal immigrants india bangladesh india border abuse muslim minority india news push-in bengali muslims india push-in without due process অবৈধ অভিবাসী ভারত অবৈধভাবে আন্তর্জাতিক এইচআরডব্লিউ ঠেলে দিচ্ছে বাঙালি মুসলিম পুশইন বাংলাদেশি মুসলিম ভারতে বাংলাদেশে বিএসএফ নির্যাতন বিএসএফ পুশইন বিজেপি মুসলিম বিতাড়ন ভারত ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন ভারত থেকে মুসলিম বহিষ্কার ভারত বাংলাদেশ মানবাধিকার ভারত মুসলিম অভিবাসী ভারত-বাংলাদেশ সীমান্ত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানো ভারতীয় মুসলিম নিপীড়ন ভারতীয় মুসলিম বাংলাদেশে মুসলিম নির্যাতন ভারত মুসলিমকে শত হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদন
    Related Posts
    London

    বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি

    July 27, 2025
    THREAD-SANKE

    ২০ বছর পর দেখা মিলল বিশ্বের সবচেয়ে ছোট সাপের

    July 26, 2025
    জর্জেস আবদাল্লা

    ৪১ বছর পর মুক্তি পেলেন ফিলিস্তিনপন্থী শিক্ষক জর্জেস আবদাল্লা

    July 26, 2025
    সর্বশেষ খবর
    arthritis remedy

    ৫ খাবার খাওয়া বন্ধ না করলে কিছুতেই কমবে না বাতের ব্যথা

    Kazi zafor

    ‘চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

    Abdun Nur Tushar

    রানা প্লাজায় রেশমার আবিষ্কার সম্পূর্ণ ভুয়া ছিল: আব্দুন নূর তুষার

    battlefield 6 release date

    Battlefield 6 Release Date Confirmed: October Launch, Beta Details & Exclusive Platform Insights

    London

    বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি করবে না লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি

    Lisuan G100

    Lisuan G100 Outshines RTX 4060 in Early Benchmarks, Trails Slightly Behind RTX 5060

    asia cup 2025 schedule cricket

    Asia Cup 2025 Schedule: India vs Pakistan Clash Headlines Cricket’s Most Awaited Tournament

    ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    Hilsa

    দেশের বাজারে তীব্র সংকট, তবুও ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত

    শিক্ষার্থীদের শোকাহত পরিবারকে সমবেদনা জানালেন বিমান বাহিনী প্রধান

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.