নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়(গাকৃবি)সহ কৃষি গুচ্ছভুক্ত নয়টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী নয়টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কৃষি প্রাধান্যের নয়টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে গাকৃবির ৭টি অনুষদে আসন রয়েছে ৪৩৫টি। এ বছরের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে গড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
গাকৃবি উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা দেশের কৃষি শিক্ষা, গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে আরও দক্ষ ও প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারবো। প্রতিষ্ঠাকালীন থেকেই এ বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অত্যন্ত তৎপর। তাই আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করে তাদের আধুনিক কৃষি বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় দক্ষ করে তুলতে চাই। আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া সব শিক্ষার্থীকে অগ্রিম শুভকামনা জানাচ্ছি এবং পরীক্ষার নিয়মাবলী মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, এ বছর কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার সার্বিক তত্ত্বাবধান করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)- ময়মনসিংহ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস শুরু ২৬ মে, বেড়েছে ভর্তির আবেদনের সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।