Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর শনিরআখড়ায় বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের নাম নুর জাহান (৬৫)।
সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নুর জাহানের বাসা গেন্ডারিয়া স্বামীবাগের ২৭/৫নং এলাকায়।
জানা যায়, সন্ধ্যা শনিরআখড়ায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত নুর জাহানকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।