জুমবাংলা ডেস্ক: প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য হিসেবে আজ সোমবার বিকেলে জয়ের শপথ গ্রহণের কথা।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখান থেকে বনানী কবরস্থানে যান। সেখানে পিতা মোহাম্মদ নাসিম ও দাদা এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জয়। পরে বিশেষ মোনাজাত ও দোয়া পাঠ করেন।
স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর শাকিল জয় ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সম্প্রতি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূণ্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


