শবে বরাতে যে দোয়া কবুল হলে বদলে যেতে পারে আপনার জীবন!

দোয়া

শবে বরাতে যে দোয়া কবুল হলে বদলে যেতে পারে আপনার জীবন!

লাইফস্টাইল ডেস্ক: মুসলমানরা ‘লাইলাতুল বরাত’-কে বিশেষ ফজিলতপূর্ণ রাত মনে করে। এই রাতে তাই ইবাদত-বন্দেগি করে থাকেন। আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ‘লাইলাতুম মিন নিসফা শাবান’। এটি ‘লাইলাতুল বরাত’ বা ‘শবে বরাত’ নামে বেশি পরিচিত। পাঁচটি রাত এমন আছে, যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে ‘লাইলাতুম মিন নিসফা শাবান’ একটি।

নিসফা শাবানের রাতের দোয়া সাধারণত আল্লাহ তাআলা কবুল করেন। তাই এই রাতে বেশি বেশি দোয়া করা উত্তম। হাদিসে এসেছে- ‘হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আর তা হলো- ১. জুমআর রাতের দোয়া ২. রজব মাসের প্রথম রাতের দোয়া ৩. নিসফা শাবান তথা অর্ধ শাবানের রাতের দোয়া ৪. ঈদুল ফিতর তথা রোজার ঈদের রাতের দোয়া ৫. ঈদুল আজহা তথা কুরবানির ঈদের রাতের দোয়া।’ (মুসান্নাফে আব্দুর রাজ্জাক)
দোয়া
তাই আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নিচের দোয়াটি খুবই ফজিলতপূর্ণ। লাইলাতুল বরাতে এই দোয়া বেশি বেশি করা যেতে পারে। এই দোয়া আল্লাহ কবুল করলে বদলে যেতে পারে যে কারও জীবন।

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি জামবি, ওয়া ওয়াসসি’লি ফি দারি, ওয়া বারিক লি রিজকি। (নাসাঈ)

অর্থ: হে আল্লাহ! আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও।

শবে বরাতে হালুয়া-রুটির প্রচলন বাংলাদেশে যেভাবে হয়েছিল, জানুন সেই ইতিহাস