Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থী ও অভিবাসন সম্পর্কিত নতুন সমীক্ষায় জানানো হয়েছে, বিশ্ব এখন শরণার্থীদের গ্রহণে কম আগ্রহ দেখাচ্ছে। সম্প্রতি গ্রিসের জনাকীর্ণ শরণার্থী শিবিরে আগুন লাগার পর ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের জন্য নতুন পরিকল্পনা নীতি ঘোষণার পর এই সমীক্ষা চালানো হয়। ভয়েস অব অমেরিকা’র।
শরণার্থী গ্রহণে সবচেয়ে অনিচ্ছুক দেশগুলো হচ্ছে, উত্তর মেসেডোনিয়া, হাঙ্গেরি, সার্বিয়া এবং ক্রোয়েশিয়া। তবে সমীক্ষায় দক্ষিণ আমেরিকার দেশগুলিকেও শরণার্থীদের গ্রহণে অনিচ্ছার কথা ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে একুয়াডোর, পেরু ও কলোম্বিয়া লাখ লাখ ভেনেজুয়েলার শরণার্থীদের আশ্রয় দিয়েছে। বিষয়টি যা এখন ঐ অঞ্চলে সর্ববৃহৎ এক মানবিক সঙ্কট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।