জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন কার্যকলাপ শিরোনামে নিয়ে আসে শ্রীলেখা মিত্রকে। এবার ইনস্টা রিলে কোমর দোলাতে দেখে অভিনেত্রীকে বিশ্রি আক্রমণ করে বসলেন নেটিজেনরা। সপাটে জবাবও দিলেন শ্রীলেখা।
শনিবার ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন শ্রীলেখা। সেখানে পরিচিত একটি সুরের তালে তালে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে। পরণে ছিল জিন্সের শর্টস আর আকাশি টপ। মুহূর্তেই ভাইরাল হয় শ্রীলেখার এই ভিডিও। দেদার কমেন্টও পড়তে শুরু করে।
জনৈক সর্বজিৎ মুখোপাধ্যায় লেখেন, ”প্লিজ বুড়ো বয়সে এই সব ভালোলাগে না। এই সব বন্ধ করুন দিদি। এর থেকে আপনার অভিনয়ে ফোকাস করুন।” কেউ আবার লিখেছেন, ”বুড়ি বয়সে ঢং।” একজন আবার লিখেছেন, ”কী সব আবোল তাবোল ভিডিও। খেয়ে দেয়ে কাজ নেই নাকি। বয়স তো অনেক হল।” অবশ্য এই কমেন্টগুলির জবাবও দেন শ্রীলেখা। অভিনেত্রীর সপাট উত্তর, ”হরিনাম জপব বলছ? আমার যা খুশি করব। কে হে তোমরা বলার? ফোট!”
বরাবরই সোজা সাপটা স্বভাবের জন্যই পরিচিত শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় এর আগেও তাঁকে বডি শেমিং করা হয়েছে। একাধিক কটাক্ষ উড়ে এসেছে তাঁর দিকে। সব কিছুরই মুখের উপর জবাব দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এই রিল ভিডিও এর ক্ষেত্রে অভিনেত্রীর প্রশংসাও করতে দেখা গিয়েছে অনুরাগীদের। অনুরাগীদের পাশাপাশি ট্রোলিংয়েরও শিকার হতে হয় তাঁকে। কেউ লিখেছেন, ”কিপ রকিং ম্যাম।” আবার কেউ লিখেছেন, ”ফ্যান্টাসটি ডান্স।”
বরাবরই ভীষণ ভোকাল তিনি। কখনই কোনও রাখঢাক পছন্দ না তাঁর। তাই বার বার নানা কটূ কথাও শুনতে হয়েছে তাঁকে। কখনও তাঁর চেহারা নিয়ে কেউ মন্তব্য করেছেন। কেউ আবার তাঁর বয়স নিয়ে খোঁচা দিয়েছেন।
এর আগেও নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। ২৭ সেকেন্ডের আরও একটি রিল ভিডিওতে নানা লুকে ধরা দিয়েছিলেন শ্রীলেখা। কখনও অফ হোয়াইট ব্লেজারে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়েছেন। কখনও পিচ রঙের শাড়িটা সামলেছেন অসাধারণ কায়দায়। কখনও আবার জমকালো লেহেঙ্গায় আলগোছে ঠিক করেছেন চুল। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, I definately do my own curves. এক্ষেত্রে #myreligionoflove ব্যবহার করেছিলেন Sreelekha। ওই ভিডিও দেখেও অশালীন কমেন্ট করতে দেখা গিয়েছিল নেটিজেনদের। এরপরই শ্রীলেখার ঝাঁঝালো প্রশ্ন ছিল, ”আমার এই বয়সের ক্লিভেজ নিয়ে মানুষের এত উৎসাহ, জানা ছিল না।”
যাঁরা বয়স নিয়ে তাঁকে ‘Age Shaming’ করেছেন, তাঁদের উদ্দেশে শ্রীলেখা বলেছেন, ‘’আর পাঁচজনের মতো বয়স আমারও বাড়ছে, তবে জ্ঞানও বাড়ছে,বাড়ছে ধৈর্য, হারিয়েছি বন্ধু, রোজগারও করেছি বেশ কিছু। তাই আমাকে বয়স নিয়ে খোঁচা দেওয়ার আগে ক্রেডিট দিন। আর নিজেকে জিজ্ঞেস করুন কেন এত বেশি আমাকে নিয়ে ভাবিত আপনারা?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।