আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া শস্য ও জ্বালানি রপ্তানির ব্যাপারে ভারতকে আশ্বাস দিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে আল জাজিরা জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, শস্য, সার এবং জ্বালানির একটি নির্ভরযোগ্য উৎপাদক এবং সরবরাহকারী দেশ রাশিয়া।
পুতিন মোদিকে আরও বলেন, ‘বেশ কয়েকটি দেশের পদ্ধতিগত ভুল’ খাদ্য পণ্যের বাণিজ্য ব্যাহত করেছে। এটাই দাম বৃদ্ধির কারণ বলে জানান পুতিন।
ভারত ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় যোগ দেয়নি। শস্য, জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানির জন্য মস্কোর উপর নির্ভর করে দিল্লি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।