জুমবাংলা ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, শহরের সকল সুযোগ সুবিধা গ্রামের মানুষ যাতে পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। খবর বাসস’র।
তিনি বলেন, গ্রামে শিক্ষা, চিকিৎসা, শপিং মলের সকল সুযোগের সৃষ্টি হবে। সৃষ্টি হবে মানুষের কর্ম সংস্থানের।
তাজুল ইসলাম আজ শনিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির আইসিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আগামীতে দেশের গ্রামকে শহরে পরিনত করতে জমির আইল না রেখে সমবায়ী ভিত্তিতে চাষাবাদ করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক মো. আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।