গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে যাত্রা শুরু করা ঐতিহাসিক আন্তর্জাতিক নৌবহরে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। তার অবস্থান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে জানিয়েছেন, শহিদুলসহ অংশগ্রহণকারী সকলের অবস্থা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শনিবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, গাজার উদ্দেশে রওনা হওয়া ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া সকলের, বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
প্রধান উপদেষ্টা বলেন, শহিদুল এই অভিযানে নেমেছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে, যা তিনি ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময় প্রদর্শন করেছিলেন। আজ তিনি বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন।
তিনি বলেন, গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে আমি বলেছিলাম—মানবিক কষ্টের প্রতি উদাসীনতাই ধ্বংস করে দিচ্ছে সেই অগ্রগতি, যা মানবতা বহু দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিল। এই ট্র্যাজেডি সবচেয়ে নির্মমভাবে দৃশ্যমান গাজায়। শিশুেরা অনাহারে মরছে, নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ পুরো পাড়াগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।
সবশেষে প্রধান উপদেষ্টা বলেন, আমরা শহিদুল আলমের সঙ্গে আছি, গাজার সঙ্গে আছি—এখন এবং সর্বদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।