শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা ও ভাঙচুর

জুমবাংলা ডেস্ক : মেহেরপুর পৌর শহরে শহীদ আবু সাঈদ ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড নতুন পাড়া এলাকায় পৌর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, গতকাল রাতে একদল দুর্বৃত্ত শহীদ আবু সাঈদ ক্লাবে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে ও চেয়ার ভাঙচুর করে। এ সময় ক্লাবে কেউ ছিলেন না। ক্লাবটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, আজ সকালে ক্লাবে এসে নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুরের চিত্র দেখতে পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। মূলত তাঁর স্মরণে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। গত ১৮ অক্টোবর আবু সাঈদ ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। এর পর থেকে ক্লাবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করছিলেন।

মেহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, নতুন পাড়া এলাকায় শহীদ আবু সাঈদ ক্লাবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করে ভাঙচুর করেছেন। শহীদ আবু সাঈদের আত্মত্যাগ তাঁরা মুছে দিতে চান। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।

ক্লাবে হামলার ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।