কুবি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যায়নরত ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়য়ের কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ১৪ ই ডিসেম্বরে নিহত সকল শহিদ বুদ্ধিজীবীর আত্মার মাগফেরাত কামনার্থে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেখানে ১৪ ই ডিসেম্বর এর নির্মম হত্যাকান্ডের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা বলেন, “শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সূর্য সন্তান, তাঁরা আমাদের আদর্শ ও অনুপ্রেরণা। পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যেই দেশের শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিক তথা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।”
এছাড়া দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রধান শোকর্যালীতে অংশ নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।