চাইনিজ টেক জায়ান্ট শাওমি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। এ বছরের শেষ দিকে ডিভাইসটি বাজারে লঞ্চ হতে পারে। এমনকি সম্ভবত খুব দ্রুত এটির রেগুলার মডেল এবং প্রো ভার্সন মার্কেটে রিলিজ করার অফিসিয়াল কনফার্মেশন আসতে যাচ্ছে।
ইন্টারনেটের ফাঁস হওয়া এক তথ্য দেখা যায় যে, নতুন শাওমি ফোন এর ডিজাইনের স্পষ্ট ছবি দেওয়া হয়েছে। আয়তাকার আকৃতির ওই হ্যান্ডসেটটি দেখতে অনেকটা আইফোনের মত।
আইফোনের কাছাকাছি ডিজাইন হওয়াতে সবাই মনে করছে যে, শাওমি সম্ভবত আইফোনের মত নতুন ডিভাইস মার্কেটে রিলিজ করতে যাচ্ছে। হয়তো শাওমি ১৩ মডেলের স্মার্টফোনটি আইফোন ডিজাইন এর ফিচার নিয়ে উন্মোচিত হবে।
স্মার্টফোনটির পেছনের ক্যামেরা মডিউলের ডিজাইন আইফোনের সাথে মিলে যায়। নতুন স্মার্টফোনে তিনটি ক্যামেরা লেন্স থাকতে যাচ্ছে। এমনকি আইফোনের সিম স্লটের ডিজাইন ও নতুন শাওমি ফোনের সিম স্লটের ডিজাইন দেখতে হুবহু একই রকম। স্মার্টফোনের চারটি কর্নারের ডিজাইন কিছুটা গোলাকার করা হয়েছে। আবার সামনের দিকে ফ্ল্যাট রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে নতুন ডিভাইসে একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। সেলফি ক্যামেরাটি ডিসপ্লের মধ্যেই অবস্থান করবে। পাশাপাশি এটি হালকা বেজেলের হ্যান্ডসেট হতে যাচ্ছে।
মার্কেটে রিলিজ হতে যাওয়া নতুন হ্যান্ডসেটের পাওয়ার এবং ভলিউম বাটন ডিভাইসের ডান দিকে দেওয়া হয়েছে। ডিভাইসের নিচে ইউএসবি টাইপ সি পোর্ট দেখতে পারবেন।
আইফোন ১৪ স্ট্যান্ডার্ড ভার্সন থেকেও এটির সাইজ বড় হতে যাচ্ছে। ধারণ করা হচ্ছে ২০২২ এ শেষ দিকে শাওমি অফিশিয়ালি এ হ্যান্ডসেট মার্কেটে রিলিজ করবে। একই সাথে শাওমি ১৩ প্রো মডেলের হ্যান্ডসেটটি দ্রুত মার্কেটে ছাড়ার ঘোষণা আসতে পারে। শাওমির নতুন ডিভাইসের সম্ভাব্য দাম হবে ৩১ হাজার রুপি ও ৩৭ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।