বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি গ্যালারি অ্যাপ এ নতুন ফিচার। বেশকিছু নতুন ফিচার চালু করেছে শাওমি। এক্সডিএ ডেভেলপারসের তথ্যানুযায়ী এসব ফিচারের মধ্যে ওয়াটারমার্ক অন্যতম।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ইউজার ইন্টারফেসের মধ্যে এমআইইউআইকে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দানুযায়ী পরিবর্তন করতে পারে। অ্যান্ড্রয়েডের সাধারণ ভার্সনে এসব ফিচার থাকে না।
এমআইইউআইতে বেশকিছু ফার্স্ট পার্টি অ্যাপ রয়েছে, যেগুলো গুগলের অ্যাপ স্টোর ও অন্যান্য কাস্টম স্কিনের সঙ্গে প্রতিযোগিতা করে। শাওমির যে গ্যালারি অ্যাপ রয়েছে, সেটি গুগলের ফটোজ অ্যাপের সঙ্গে প্রতিযোগিতা করে। সেই সঙ্গে নতুন আপডেটের মাধ্যমে গ্যালারি অ্যাপ আরো উন্নত হচ্ছে।
নতুন আপডেটে ওয়াটারমার্ক ছাড়াও সহজে ছবি খুঁজে পাওয়ার জন্য পিঞ্চ টু জুম অপশনসহ সার্চ টুল, ফটো গ্রিড এবং আরো উন্নত ফটো লিস্ট লেআউট যুক্ত করেছে শাওমি।
ব্যবহারকারীরা যখন ফটোজ ম্যাপ ভিউতে কোনো ছবির সন্ধান করে তখন আপডেটেড গ্যালারিতে কাছাকাছি থাকা ছবিগুলোও দেখানো হয়। ওয়াটারমার্ক ফিচারটি চালুর জন্য যে ছবিটিতে সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন, সেটি নির্ধারণ করে মোর বাটনে চাপ দিতে হবে। এরপর সেখান থেকে প্রটেকটিভ ওয়াটারমার্ক অপশন নির্বাচন করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।